শত বছরের টাঙ্গাইলের মির্জাপুরে পুরনো শুভুল্যা সোহাগ কবরস্থান থেকে ২২টি কঙ্কাল চুরি
- আপডেট সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
শত বছরের টাঙ্গাইলের মির্জাপুরে পুরনো শুভুল্যা সোহাগ কবরস্থান থেকে ২২টি কঙ্কাল চুরি হয়েছে। এই কবরস্থান থেকে দুই দফা কঙ্কাল চুরির ঘটনায় আতংকিত এলাকাবাসী। তবে কঙ্কাল চুরির কোন অভিযোগ পায়নি পুলিশ। তিন গ্রামের সামাজিক কবরস্থান নিয়ে দ্বন্দ্বের জেরে কঙ্কাল চুরির নাটক হতে পারে বলে মনে করছেন তারা।
শত বছরের পুরনো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সোহাগ কবরস্থান। শুভুল্যা, কুর্নী, হাতকুড়া এই তিন গ্রামের মানুষ মারা গেলে এ কবরস্থানে দাফন করা হয়। এখানে শত শত মানুষের কবর রয়েছে। এলাকার লোকজন কয়েকটি পুরানো কবর গর্ত খুড়া দেখতে পান।এতে তাদের সন্দেহ হলে কবরস্থানের ২২টি কবর নতুন করে খুড়া দেখতে পান। এ সকল কবরে কঙ্কাল দেখতে না পেয়ে আতংক ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি গ্রামে। কয়েক মাস পূর্বেও এই কবরাস্থানটি থেকে ৫ থেকে ৬টি কঙ্গাল চুরির কথা জানায় এলাকাবাসী।
তিন গ্রামের দ্বন্দ্বের জেরে এমন কঙ্কাল চুরির নাটক হতে পারে বলে আশংকা পুলিশের । গত কয়েক বছর ধরে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। এ চক্রকে ধরতে প্রশাসনের নজরধারি জোরদারের দাবী টাঙ্গাইলবাসীর।