শনিবার ভূমি ও গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় প্রশাসন। আগামী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ঘর প্রদান অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। তবে, অনেক জেলাতেই ঘর তৈরির কাজ শেষ হয়নি।
গাজীপুরের তিনটি উপজেলায় প্রথম ধাপে ১১৭ পরিবার এই প্রকল্পের আওতায় ঘর পাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন তনি।ি প্রথম পর্যায়ে শ্রীপুর, কাপাসিয়া ও কালিয়াকৈর উপজেলার ২১০টির মধ্যে ১১৭টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে।চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, শনিবার চার উপজেলায় ১৩৪টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
২৩ জানুয়ারি দিনাজপুরের ১৩টি উপজেলার তিন হাজার ২২ পরিবারের মাঝে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এ তথ্য জানান। জেলায় ৮১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকায় তৈরি হচ্ছে চার হাজার ৭৬৪টি ঘর।হবিগঞ্জের নয় উপজেলার ভূমি ও গৃহহীন ৭৮৭ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পাকা ঘর। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, বেশির ভাগ ঘরের কাজ শেষ হয়েছে।
কিশোরগঞ্জে নতুন ঘর পাচ্ছে আট’শ ৮৬টি পরিবার। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. শামীম আলম এ তথ্য জানান। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।কুড়িগ্রামে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, নয় উপজেলায় ১৫’শ ৪৯ ভুমি ও গৃহহীন পরিবার ঘর পাবে।
মানিকগঞ্জে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এস. এম ফেরদৌস জানান, সাত উপজেলার ১৩৫টি পরিবাবের মাঝে জমির মালিকানাসহ ঘর হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জে ছ’শ ৬৭ পরিবার নতুন ঘর পাচ্ছে। নির্মান কাজ প্রায় শেষের দিকে। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটি আনুষ্ঠানিক উদ্বোধনের পর, ঘরগুলো নির্ধারিত পরিবারগুলোকে বুঝিয়ে দেয়া হবে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এসব তথ্য জানান।
পিরোজপুরে ৩৭৫টি ঘর ভূমি ও গৃহহীন পরিবার পাবে। মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। নওগাঁয় গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।