শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা
- আপডেট সময় : ১০:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহালয়া দিয়ে পিতৃপক্ষের অবসানের পর শুরু হয় দেবীপক্ষ। শেষ মুহূর্তে মন্ডপের সৌন্দর্যবর্ধন ও আলোক সজ্জায় ব্যস্ত শিল্পীরা। আর নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করেছে পূজা উদযাপন কমিটি।
প্রকৃতিতে মা আনন্দময়ীর আগমনী সুর। রাত পোহালেই মহাষষ্ঠী বোধনের মধ্যেদিয়ে ধূপ আর ঢাকের তালে তালে মাতবে মন্ডপগুলো। দেবী বরণের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে রাজধানীর পূজামন্ডপগুলোতে।
শিল্পীর নিখুঁত হাতে নরম মাটি থেকে ভুবন- মোহিনীর অবয়ব ফুটে ওঠে। কাঁদা- মাটিতে গড়া মৃন্ময়ীর-চিরন্ময়ীর রূপে রং ও তুলির আঁচড়ে জেগে উঠেছে দেবীর তৃ-নয়ন। দেবীর সাজসজ্জা নিখুঁতভাবে শেষ করতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা।
বিভিন্ন নকশার বনুনে প্যান্ডেল তৈরি হচ্ছে পূজা মন্ডপের। সর্বোচ্চ কারিগরি দক্ষতা দিয়ে শিল্পীরা ফুটিয়ে তুলছেন মন্ডপের বাহারি কারুকাজ।
করোনার পরে এবারের শারদোৎসবের উচ্ছ্বাস যেন বাধ হীন। তাই মন্ডপের কঠোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে চায় মহানগর সার্বজনীন পূজা কমিটি । ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানায় সার্বজনীন পূজা কমিটি ।
সার্বিকভাবে নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক।
বছরের অপেক্ষা শেষে দেবী দুর্গার হিরোন্ময়ী প্রভায় আলোকিত হবে ভূবন, সাথে থাকবেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ। ৫ দিনব্যাপী শারদীয় এই উৎসব ১ অক্টোবর শুরু হয়ে ৫ অক্টোবর দেবী বিসর্জন দিয়ে শেষ হবে।
আপস………..