শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে সাজনপুর বেইলিব্রীজটি ভেঙ্গে যান চলাচল বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বেইলিব্রীজটি ভেঙ্গে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল ৬টায় একটি ভারিমাল বোঝাই ট্রাক ব্রিজের উপর দিয়ে যাওযার সময এঘটনা ঘটে। এর ফলে ব্রীজটির দুই পাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরী হয়েছে। খবর পেয়ে সড়ক বিভাগ মেরামতের কাজ শুরু করেছে । সন্ধ্যার মধ্যে সড়কটি চালু হতে পারে বলে সড়ক বিভাগ জানিয়েছে । কয়েকদিন পর পর এ ব্রীজটি ভেঙ্গে জনগনের ভোগান্তির সৃষ্টি হয়। ব্রীজটি দীর্ঘ দিন যাবত নড়বড়ে অবস্থায় রয়েছে।