শর্তসাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেয়া হয়েছে
- আপডেট সময় : ০৪:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
আজ জোহর থেকে শর্তসাপেক্ষে দেশের সব মসজিদ পুরোপুরি খুলে দেয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে, ১২ দফা নির্দেশনা দিয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবীহ নামাজ আদায় করা যাবে। তবে জামায়াতের ক্ষেত্রে দু’জন মুসল্লির মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রাখাসহ জুড়ে দেয়া হয়েছে বেশকিছু বিধিনিষেধ। এর ব্যত্যয় ঘটলে, দায়িত্বশীলদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
করোনা প্রতিরোধে ৬ এপ্রিলের ঘোষণায় ঘরে বসে সব নামাজ আদায় করার নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। তবে মসজিদে জামাত চালু রাখতে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক পাঁচজন ও জুমার নামাজে অনধিক ১০ জন শরিক হবার নির্দেশনা ছিল। নিষেধাজ্ঞা দেয়া হয় তারাবীহ নামাজ আদায়ের ক্ষেত্রেও। কিন্তু অনেক মসজিদেই দেখা যায় ভিন্ন চিত্র- জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের বাইরের রাস্তায় অনেক মানুষকে নামাজ আদায় করতে দেখা যায়। অবশেষে আলেম সমাজের অনুরোধে বুধবার ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে, এবার ১২ দফা শর্তসাপেক্ষে তারাবীহসহ সব ওয়াক্তিয়া নামাজের জন্য মসজিদ উন্মুক্ত করে দেয়া হয়েছে। যা আজ জোহর থেকে কার্যকর হয়েছে।