শর্মাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ভারতের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯২৫ বার পড়া হয়েছে
রোহিত শর্মাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দলে সুযোগ পেলেন আকাশ দ্বীপ। এছাড়া প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার যশ দয়াল। ফিরেছেন বিরাট কোহলি, ঋষভ পান্থ ও লোকেশ রাহুল। ২০২২ সালে সড়ক দুর্ঘটনার পর প্রথমবার টেস্ট দলে ফিরলেন পান্থ। মাঝে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তিনি। দলে আছেন ওপেনার যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিনদের মতো অভিজ্ঞরা। মিডল অর্ডারে রাখা হয়েছে সরফরাজ খানকে। তবে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। সঙ্গে ইনজুরিতে দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে পেসার মোহাম্মদ শামির। চেন্নাইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দু’দল।