শরৎকাল বিদায় নিয়েছে ১২ দিন আগে; শুরু হয়েছে হেমন্ত ঋতুর যাত্রা
- আপডেট সময় : ০৭:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
শরৎকাল বিদায় নিয়েছে ১২ দিন আগে। শুরু হয়েছে হেমন্ত ঋতুর যাত্রা। হেমন্তের শেষে শীত আসলেও আবহাওয়ার পরিবর্তনে প্রকৃতির রূপ অনেকটাই পাল্টে দিয়েছে। তাইতো শরতের বিদায় এবং হেমন্তের শুরুতে শীত তার আগমনের খবর দিতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে। শীতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের উত্তরের জেলা- কুড়িগ্রামে। সন্ধ্যা হতেই কমতে শুরু করে তাপমাত্রা। রাত বাড়ার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে প্রকৃতি।
ভোরে দেখা যায় হালকা কুয়াশায় ঢেকে রয়েছে রাস্ত-ঘাট। কচি ধানপাতায় জড়িয়ে রয়েছে মুক্তোর মতো শিশির বিন্দু। ঘাসের ওপরও ভোরের সূর্য কিরণে হালকা লালচে রঙয়ের ঝিলিক দিচ্ছে শিশির।এসব দৃশ্যই শীতের আগমনী বার্তা দিচ্ছে উত্তরের জনপদে।
হাল্কা কুয়াশায় সকালের সূর্য উঁকি দেয়ায় দিনাজপুরে শুরু হয়েছে শীতের আমেজ।শেষ রাতে ঠান্ডায় প্রয়োজন পড়ছে গরম কাপড়ের।শীতের আগমন ভাবিয়ে তুলছে জেলার ১৩টি উপজেলা প্রান্তিক মানুষদের। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে অনুভুত হচ্ছে শীত। পাহাড়ী হিমেল হাওয়া রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ছে বিভিন্ন এলাকা।
গাইবান্ধায় কয়েকদিনে সন্ধ্যা নামতে অনুভূত হচ্ছে শীত । ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় অনেকটা অস্বস্তিতে পড়ছে জনজীবন।শীতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে। সন্ধ্যা নামতেই নিম্নগামী হতে শুরু করেছে তাপমাত্রা। রাত বাড়ার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে প্রকৃতি।