শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সারাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
- আপডেট সময় : ০১:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সারাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নানা কর্মসূচিতে দিনটি উদযাপন করা হচ্ছে।
দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে শ্রদ্ধার সূচনা করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী, যুবলীগসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান।
সকালে বিউগলের করুণ সুরের মধ্য দিয়ে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। তারপরেই ঢল নামে সাধারণ মানুষের।
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে পুম্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উদযাপিত হচ্ছে বিজয় দিবস।
প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনীতে ময়মনসিংহে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়।
সূর্যোদয়ের সাথে সাথে নারায়ণগঞ্জে ৩১ বার তপোধ্বনি ও বিজয়স্তম্ভে ফুল দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চাষাঢ়ায় জড়ো হন নারায়ণগঞ্জবাসী।
চুয়াডাঙ্গায় সকালে শহীদ বেদিতে ফুল দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। সঙ্গে ছিলেন পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। দিনটিতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
সিরাজগঞ্জে বাজার ষ্টেশন্থ বিজয় সৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়।
এছাড়া- মহান বিজয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন- রংপুর, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, দিনাজপুর, হবিগঞ্জ, ঝালকাঠি, কুষ্টিয়া, মানিকগঞ্জ, মেহেরপুর, শেরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।