শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
াংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান-ফারুকের মরদেহ ঢাকায় আনার পর নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বিদেশীরা ক্ষমতায় বসাবে তা বিশ্বাস করে না তার দল। ক্ষমতার মালিক জনগণ। সব আনুষ্ঠানিকতা শেষে গাজীপুরের কালিগঞ্জে পারিবারিক কবরস্থানে ফারুককে দাফন করা হবে বলে জানায় তার পরিবার।
সিঙ্গাপুরের স্থানীয় সময় সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। মঙ্গলবার সকালে ঢাকা বিমানবন্দরে তার মরদেহ আনা হয়।
পরে মরদেহ নেয়া হয় তারা উত্তরা বাড়িতে। এসময় উপস্থিত ছিলেন অনেক চলচ্চিত্র অঙ্গণের অনেকেই
সেখান থেকে চিত্রনায়ক ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল শ্রদ্ধা নিবেদন করেন। চিত্রনায়ক ফারুকের রূহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে বিদেশীরা ক্ষমতায় বসাবে তা বিশ্বাস করে না তার দল। জনগণই সব ক্ষমতার মালিক।