শান্তিপূর্ণ পরিবেশে দেশে একটি মহল বিভ্রান্তি ছড়ায় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ পরিবেশে দেশ যখনই এগিয়ে যায় তখন একটি মহল বিভ্রান্তি ছড়ায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি সবার পচ্ছন্দ হয় না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২ এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন শেখ হাসিনা।
ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স ২০২২ এর অংশ নেন ১৪৮ জন প্রশিক্ষণার্থী। বছরব্যাপী প্রশিক্ষণ সফলভাবে শেষ করা কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বন্ধু প্রতিপ্রতিম ১৭টি দেশের ৩০ জন প্রশিক্ষণার্থীসহ এনডিসি কোর্স ২০২২ এ অংশ নেন ৮৮ জন। আর এএফডাব্লিউসি কোর্সে অংশ নেন বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর ৬০ কর্মকর্তা।
সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ নয় শান্তি চায় বাংলাদেশ ।
দেশের অগ্রগতি নসাৎ করতে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান।
বৈশ্বিক সংকটের মাঝেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল আছে জানিয়ে সবাইকে আবারো সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এনডিসি ও ডিএসসিএসসি পরিচালনা পর্ষদের ১৯তম যৌথ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।