শান্তিময় প্রস্থান নিশ্চিত করে প্যালিয়েটিভ কেয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের দুর্ভোগ ও যন্ত্রণা লাঘবের মাধ্যমে শান্তিময় প্রস্থান নিশ্চিত করে প্যালিয়েটিভ কেয়ার। সোমবার সন্ধ্যায় ঢাকার ব্র্যাক সেন্টারে ‘হসপিস বাংলাদেশ’ ও ‘ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার’-এর সহযোগিতায় ‘আস্থা হসপিস’ আয়োজিত “প্যালিয়েটিভ কেয়ার অ্যাওয়ার্ড-২০১৯ প্রদান” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। অনাড়ম্বর এ আয়োজনে সংগীত পরিবেশন করেন সামিনা চৌধুরী।
চেনা সুরে মাধুর্যে মিলনায়তন জুড়ে মুগ্ধতা ছড়ান শিল্পী । হিমশীতল সন্ধ্যায় সুরের সাথে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে সুকণ্ঠী এ শিল্পীর পরিবেশনায়। সেবামূলক কাজের জন্য এমন স্বীকৃতি পেয়ে আনন্দিত অনেকেই।
এধরণের উদ্যোগের কথা সবার মাঝে ছড়িয়ে দেয়া প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী। একের পর এক গানে দর্শক-শ্রোতার মন মাতান গুণী শিল্পী সামিনা চৌধুরী।