শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পাহাড় থেকে চিরতরে অশান্তি দূর করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পাহাড় থেকে চিরতরে অশান্তি দূর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। পার্বত্য চুক্তির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য একমাত্র শেখ হাসিনাই উদ্যোগ নিয়েছেন। তাই শান্তির জন্য তার উপর আস্থা রাখতে পার্বত্যবাসীর প্রতি আহবান জানান মাহবুবুল আলম হানিফ। জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন হানিফ।