শান্ত ও জয়ের পর মমিনুল-লিটনের ব্যাটে টেস্ট সিরিজে চালকের আসনে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শান্ত ও জয়ের পর মমিনুল-লিটনের ব্যাটে মাউন্ট মঙ্গানুই টেস্টে চালকের আসনে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের লিড নিয়েছে টাইগাররা। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। আশা জাগিয়েও সেঞ্চুরি পাননি মমিনুল হক ও লিটন কুমার দাস। চতুর্থ দিন বাংলাদেশের আস্থা রাব্বি ও মিরাজের ৩১ রানের অবিচ্ছিন্ন জুটি। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিলো ৩২৮ রান।
বুকে হাত দিয়ে ক’জন বলতে পারবেন নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে এমন দৃশ্য ভেবেছিলেন। সাদা পোষাকে বিবর্ণ বাংলাদেশকে নিয়ে এমনটা না ভাবাই স্বাভাবিক। তবে, টাইগাররা যে পরিণত, ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে অবিচল।
লিটনের চোখ জুড়ানো সব শটের মহড়া আর মুমিনুল হকের দৃঢ়তায় নিউজিল্যান্ডকে হতাশ করে বাংলাদেশ কাটাল দুর্দান্ত এক দিন। পঞ্চম উইকেটে ১৫৮ রানের জুটি। লিটন-মমিনুলের অর্ধশতক সবই ছিলো তৃতীয় দিনের স্পট লাইট।
তবে, মুদ্রার উল্টো পিঠও দেখিয়েছে এই জুটি। ম্যাজিক ফিগার যখন হাতছানি দিয়ে ডাকছে, তখনই সাজঘরে এই দুই ব্যাটার। ৮৮ রানে ফিরেছেন মমিনুল, লিটন বন্দি ৮৬’র ঘরে। দু’জনকেই ফেরান ট্রেন্ট বোল্ট।
দিনের শুরুটা হয়েছে বিপরীত। দ্বিতীয় দিন মাউন্ট মঙ্গানুইতে আলো ছড়ানো মাহমুদুল হাসান জয় এদিন ভালো শুরু এনে দিতে পারেননি দলকে। ৮ রান যোগ করে ৭৮ রানে ফিরেছেন জয়।
ভরসার প্রতীক মুশফিক ব্যর্থ এদিন। তবে, শান্ত, জয়, মমিনুল, লিটনের রং ছাড়ানো টেস্টে মুশফিকের এই ব্যর্থতা কে বা মনে রাখবে।
পরের সময়টায় টাইগারদের আর পা হরকাতে দেননি মিরাজ ও ইয়াসির আলী রাব্বি। এই দুইয়ের ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে তৃতীয় দিন পার করে বাংলাদেশ। ২০ রানে মিরাজ, ১১ রানে সঙ্গী ইয়াসির আলী।
৭৩ রানের লিড আশা দেখাচ্ছে বাংলাদেশকে। তাই চতুর্থ দিন আরও বড় চমকের অপেক্ষায় টাইগার ভক্তরা।
রান নয়–বেশি বল খেলার দিকেই মনোযোগ ছিলো নবাগত মাহমুদুল হাসান জয়ের। তৃতীয় দিনের খেলাশেষে জয় জানিয়েছেন, নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ হলেও, সেদিক নিয়ে চিন্তা করেননি তিনি। শান্ত, মমিনুল হকের পরামর্শের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার অভিজ্ঞতা ভালো ইনিংস খেলতে কাজ দিয়েছে বলে জানান জয়।