শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ
- আপডেট সময় : ০১:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। করোনা পরিস্থিতির কারণে এবার ঢাকায় হচ্ছে না অষ্টমীর অন্যতম আনুষ্ঠানিকতা কুমারী পূজা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহা অষ্টমীতে দেবী নতুন রূপে পৃথিবীতে অধিষ্ঠিত হয়। শাস্ত্রমতে ১৬টি উপকরণ দিয়ে সকালে শুরু হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই পাঁচ উপকরণ দিয়ে পূর্ণতা আনা হয় পূজার রীতিতে। রাজধানীর ঢাকেশ্বরীসহ সারা দেশের বিভিন্ন পূজা মণ্ডপে আজও প্রতিমা দর্শন করেই দিন কাটাবেন ভক্তরা।
মহাষ্টমী উপলক্ষে নেত্রকোণার বড়বাজারস্থ সর্ববনিকের পুজা মন্ডপে অনুষ্ঠিত হয়েছে কুমারী পুজা। এসময় শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসে কুমারী পুজা দেখতে। পরে মায়ের চরণে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
সারাদেশের মতো টাঙ্গাইলেও মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার মহাঅষ্টমী পূজা। অষ্টমী তিথিতে দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিতে সকাল থেকেই মন্ডপগুলোতে সকল বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
চুয়াডাঙ্গায় মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। পূজামণ্ডপগুলোতে মুখর ঢাকের বাদ্য আর উলুধ্বনি- শঙ্খের আওয়াজে।