শালা-দুলাভাই গড়ে তুলেছে অপহরণ চক্র
- আপডেট সময় : ০৭:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৭১১ বার পড়া হয়েছে
অপহরণ চক্র গড়ে তুলেছেন শালা-দুলাভাই। বাড়ির ব্যক্তিগত গাড়ি চালকদের সঙ্গে সখ্যতা তৈরি করে ঠিক করা হতো টার্গেট। অপহরণের বিভিন্ন ধাপে ব্যবহার করা হতো জেল ফেরত আসামিদের।সব শেষ গেলো ২০ মার্চ রাজধানীর মাস্টার মাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জামিনুলকে অপহরণ করতে গিয়ে ডিবির জালে ধরা পড়ে এ চক্র। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর নানা তথ্য। এদিকে,ভাটারাতে গুলির ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরুদ উদ্ধারসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গেলো বুধবার সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনের দৃশ্য। অন্য সব দিনের মতোই বাচ্চাদের নিরাপদে স্কুলে রেখে বাড়ি ফিরছিলেন অভিভাবকরা। তবে সাদা গাড়িতে করে আসা জামিনুর রহমানের সেদিন আর স্কুলে যাওয়া হয়নি। পেছনে মোটরসাইকেলে থাকা অপহরণ চক্রের সদস্যরা কৌশলে জামিনুরসহ ড্রাইভার কামরুলকে অপহরণ করে নিয়ে যায়।
পরে ছেলের মুক্তিপণ হিসেবে বাবাকে ফোন দিয়ে এক কোটি পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। বিষয়টি ডিবিকে জানানোর পর শুরু হয় অভিযান। তবে ছেলের নিরাপত্তার কথা ভেবে কাচপুর ব্রিজে ১৪ লাখ টাকায় মুক্ত করা হয় জামিনুরকে।
তবে, এ অপহরণের ঘটনায় হাল ছাড়েনি মহানগর গোয়েন্দা পুলিশ। সংস্থাটির প্রধান জানান, ভগ্নিপতির সঙ্গে যোগসাজশে ব্যক্তিগত গাড়ি চালক কামরুল পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্ব দিয়েছেন এ অপহরণের।
গাড়ি চালক ও কাজের মানুষ ঠিক করতে সবাইকে আরো সতর্ক হওয়ারও অনুরোধ জানান ডিবি প্রধান।
এদিকে, রাজধানীর ভাটার জোয়ার সাহারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া ও গুলির ঘটনায় ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময়ে দেশি-বিদেশি ৭ টি অস্ত্র উদ্ধার করা করে মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ।
এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অভিযানে আরো অস্ত্র উদ্ধার করার কথাও জানান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।