শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০১:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৯২৬ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবার উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু হয়েছে। এর আগের চারদিন হল প্রভোস্টের পদত্যাগসহ তিনদফা দাবিতে কর্মসূচিতে ছিলেন ছাত্রীরা।
গেলো রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদেও বিক্ষোভ করছেন তারা। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে জরো হন। গতকাল মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা শাবিপ্রবির ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এদিকে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। তবে, রাতেই উপাচার্যের পদত্যাগ দাবি করে তারা হলেই অবস্থানের ঘোষণা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি তদন্তে ড. মোহাম্মদ রাশেদ তালুকদারকে প্রধান করে একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির মোট সদস্য সংখ্যা আট জন। এদিকে, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারা জায়গায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।