শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে আত্মসমর্পণের নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার দুর্নীতির মামলায় খালাস পাওয়া শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এর আগে মঙ্গলবার সিনহার ঋণ আত্মসাৎ ও পাচারের মামলায় সহযোগিতার দায়ে অভিযুক্ত এই দুই আসামির খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, ফারমার্স ব্যাংকের চার কোটি টাকার ঋণ আত্মসাতে এ দুজন তার সহযোগী। বিচারিক আদালতে সেটা প্রমাণও হয়েছে। বিচারকের পর্যবেক্ষণের পর আইনজীবীরা বলছেন, সুবিধাভোগী না হলেও সহযোগী হয়ে ঋণ আবেদন করায় অপরাধ সংঘটিত হতো না। ব্যাংক অ্যাকাউন্ট খোলার দিনই তারা ঋণের আবেদন করা হয়। দুদকের এই মামলার দুটি ধারায় গেলো ৯ নভেম্বর এসকে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।