শাহবাগ আজিজ সুপার মার্কেটে চলছে জমজমাট ঈদ কেনাকাটা
- আপডেট সময় : ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
রাজধানীর দেশীয় পোশাকের সম্ভার শাহবাগ আজিজ সুপার মার্কেটে চলছে জমজমাট ঈদ কেনাকাটা। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে সব বয়সী মানুষের পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সামনের দিনগুলোতে বেচা-বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা দোকানিদের।
রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেট। একসময়ের খ্যাতি ছিলো শিল্প ও সংস্কৃতি কর্মীদের আড্ডা আর জনপ্রিয় ও দুর্লভ বই কেনাবেচার স্থান হিসেবে। তবে এখন পুরো মার্কেট জুড়ে আছে দেশীয় পোশাকের সম্ভার। কম দামে পছন্দের পোশাক কেনাকাটার স্থানও এখন আজিজ সুপার মার্কেট।
ঈদকে সামনে রেখে দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন ফ্যাশন হাউজগুলো সেজেছে বাহারি সব পোশাকে। পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, সালোয়ার কামিজ, শার্ট, প্যান্ট, টি-শার্ট ও ছোটদের পোশাক সবকিছুতেই ফুটিয়ে তোলা হয়েছে শতভাগ বাঙালিয়ানা। বিচিত্র রঙ্গের নকশায় পোশাকে তুলে ধরা হয়েছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য।
এবারের ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ফ্যাশন হাউজগুলো নিজেদের প্রস্তুতিও রেখেছে অন্য সময়ের তুলনায় বেশি।
ফ্যাশন সচেতন তরুণ-তরুণী ও সাধারণ ক্রেতাদের পছন্দ আজিজ মার্কেট। কম দামে ব্যতিক্রমী পোশাকের টানে এই মার্কেটে ভীড় জমান ক্রেতারা। অনেকেই এসেছেন নিজের এবং পরিবারের জন্য ঈদের কেনাকাটায়।
ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে কেনাকাটা। বিক্রেতাদের আশা, একই সাথে হবে প্রত্যাশিত বেচা-বিক্রিও।