শিক্ষক শূন্যতায় নওগাঁর প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত
- আপডেট সময় : ০৬:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
প্রধান শিক্ষক নেই বছরের পর বছর। শুণ্য সহকারী শিক্ষকের পদও। এমন সঙ্কট নিয়ে চলছে নওগাঁর বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে দাফতরিক কাজও। আগামী মাসে সমাধান হবে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ।
নওগাঁ শহরের চক এনায়েত সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই প্রায় ১ বছর। অন্যদিকে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদও শুন্য প্রায় ২ বছর ধরে। এভাবেই নওগাঁর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান চলছে প্রধান শিক্ষক ছাড়াই। শিক্ষার্থী আর অভিভাবকরা বলছেন, এমন শুন্যতায় ঠিক মতো পাঠদান এবং অন্যান্য কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
প্রধান শিক্ষক না থাকায় চরম বিপাকে শিক্ষকরাও। বলছেন, দাফতরিক কাজকর্ম সামলাতে হচ্ছে তাদেরই। সিদ্ধান্ত গ্রহনেও পড়তে হচ্ছে নানা জটিলতায়।
এমন শিক্ষক শুন্যতায় চিন্তিত স্থানীয় শিক্ষা বিভাগও। সম্প্রতি সহকারী শিক্ষক নিয়োগের তোড়জোড় চলছে। আগামী ডিসেম্বর নাগাদ এই সংকট কাটবে; বলছে শিক্ষা বিভাগ।
এ ছাড়াও এ জেলায় সহকারী শিক্ষক পদে ৫’শরও বেশি পদ ফাঁকা রয়েছে।