শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি
- আপডেট সময় : ০২:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আজ এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা চলছে। কিন্তু সবকিছু নির্ভর করছে পরিবেশ-পরিস্থিতির ওপর।
করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ছুটি।
দফায় দফায় বাড়িয়ে তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রাখার সিদ্ধান্ত ছিলো। করোনার দাপট না কমায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকির মুখে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আবারো আরেক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এল।
এছাড়াও করোনার কারণে এ বছর হচ্ছেনা বই উৎসব, জানালেন শিক্ষামন্ত্রী।
করোনা পরিস্থিতিতে স্কুলের বার্ষিক পরীক্ষাসহ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাতিল করা হয়।