শিক্ষার্থীকে গুলির ঘটনায় শিক্ষকের পিস্তলটি অবৈধ
- আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলির ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের ব্যবহৃত বিদেশি পিস্তলটি ছিলো অবৈধ।
সকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতেই অভিযুক্ত শিক্ষক রায়হান শরিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি সিলভার ও গোল্ড কালারের বিদেশি পিস্তল ও ৮১ রাউন্ড গুলিসহ বেশ কয়েকটি ধারালো ছুরি। উদ্ধার হওয়া দুটি পিস্তলই অবৈধ বলে জানান তিনি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আমিনুল ইসলাম চৌধুরী জানান, অভিযুক্ত শিক্ষককে কলেজ থেকে বহিষ্কারের জন্য সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঘটনা তদন্তে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. বায়জীদ খুরশীদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে এ ঘটনায় আহত শিক্ষার্থী তমালের বাবা সদর থানায় মামলা করেন।
গতকাল ক্লাস চলার সময় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে হঠাৎ শিক্ষক রায়হান শরিফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের ডান পায়ে গুলি করেন।