শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের আন্দোলনের কারনে পরিক্ষা পেছানোর কোন সুযোগ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী ডা দিপু মনি বলেছেন আগামী ১৭ আগস্ট শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আইসিটি বিষয় ছাড়া, সব পরীক্ষা পূর্ণমানেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে ১৪ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন ডা. দিপুমনি।
ক্রমাগত রাজনৈতিক কর্মসূচির মধ্যেই এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এপ্রিলের পরীক্ষা পিছিয়ে আগস্টে নেয়া হয়। তবে, ডেঙ্গুর বিস্তারসহ নানা দাবিতে পরীক্ষা পেছাতে রাজপথে নেমেছে পরীক্ষার্থীরা।
এমন বাস্তবতায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনে পরীক্ষা পেছানোর দাবি নাকচ করে দেন শিক্ষা মন্ত্রী।
আইসিটি ছাড়া সব বিষয়ে পূর্নমানে হবে বলে জানান তিনি।
পরীক্ষা চলাকালীন ১৪ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রী।
দুর্যোগ কবলিত হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে আগামী ২ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর কথা জানিয়ে শিক্ষা মন্ত্রী ডা: দিপুমনি।