বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোকানে অনেক শিক্ষার্থী বাকিতে কেনাকাটা করে বা খেয়ে টাকা না দেয়ায় অনেকে ভয়ানক বিপদে পড়ছেন৷ পুঁজি শেষ হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হওয়ার মতো ঘটনাও ঘটেছে৷
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অলিম উদ্দীন নামে একজন দোকানি ৩৪ বছর ব্যবসা করার পর নিঃস্ব হয়ে শূন্য হাতে গ্রামে ফিরে গেছেন৷ আলোড়ন সৃষ্টি করা এ খবরের সূত্র ধরে ডয়চে ভেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোকানগুলোর অবস্থা জানার চেষ্টা করেছে৷ তিনটি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ দোকান মালিকেরই দাবি- পণ্য বিক্রি করে টাকা না পাওয়ায় তাদের অবস্থা শোচনীয়!
করোনা মহামারির পর অনেক দোকানিই আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফেরেননি৷ দোকান খোলার মতো পুঁজি নেই তাদের৷ করোনার আগে শিক্ষার্থীদের কাছে যে টাকা পাওনা হয়েছিল সেই টাকাও পাচ্ছেন না৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হলের সামনে ৪১ বছর ধরে সোহেল স্টোর নামে একটি দোকান চালাচ্ছেন সাইফুল ইসলাম৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমীর আলী, লতিফ ও শাহ মাখদুম হল চত্ত¡রে ২০টির মতো দোকান ছিল৷ করোনার পর মাত্র ৬টি দোকান তারা খুলেছেন৷ অন্যরা পুঁজির অভাবে দোকানগুলো খুলতে পারছেন না৷’’
এস. এ টিভি সমন্ধে
SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.