শিক্ষার্থীদের রেমিডিয়াল ক্লাস এবং নতুন সিলেবাসে পরীক্ষা নেয়া হবে : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং নতুন সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মন্ত্রী।
সকালে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, ১৫মার্চ থেকে পুরোদমে দেশের সব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে সরকারের পক্ষে নতুন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে সেগুলোর উপর গবেষণা করা যেতে পারে।