শিক্ষার্থীরাদের নিয়ে সাতদিন ব্যাপী এ্যাড. তাজুল আহাম্মদ সিক্স এ সাইট ক্রিকেট লীগ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গাইবান্ধায় শিক্ষার্থীরাদের নিয়ে সাতদিন ব্যাপী এ্যাড. তাজুল আহাম্মদ সিক্স এ সাইট ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়েছে।
শহরের ইসলামিয়া স্কুল মাঠে ২১ নভেম্বর শুরু হওয়া ক্রিকেট লীগের দুপুরে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জেলার একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গড়া ৯টি দল লীগ পদ্ধতিতে অংশ গ্রহণ করে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বুম স্কয়াড এবং মাছাদ বয়েজ দল। ছয়জন খেলোয়ার নিয়ে গঠিত দলের ৬ ওভার করে খেলায় প্রথমে বুম স্কয়াড দল ব্যাট করতে নেমে মাছাদ বয়েজকে ২৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ক্রেস্ট তুলে দেন এ্যাড. তাজল আহাম্মদ সিক্স এ সাইট ক্রিকেট লীগের আয়োজকরা।
এদিকে, রাঙামাটিতে শর্ট পিচ ভলান্টিয়ার প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে। সকালে রাঙামাটি পৌরসভা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় প্যালেন মেয়র জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন ভোলেন্টেয়ার ফর বাংলাদেশ এর রাঙমাটি শাখা এ টুর্ণামেন্টের আয়োজন করে। আর এর সহযোগিতা করে রাঙামাটি পৌরসভা। আগামী ৫ ডিসেম্বর টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।