শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুতে থমথমে অবস্থা বিরাজ করছে রংপুরে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুতে থমথমে অবস্থা বিরাজ করছে রংপুরে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গেল রাতে উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। উল্লেখ্য কোটা সংস্কারের আন্দোলনে গতকাল দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর পরেই অশান্ত হয়ে ওঠে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশপাশ।