শিক্ষার পাশাপাশি ফিলিস্তিনে শিশুদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা
- আপডেট সময় : ০৮:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শিক্ষার পাশাপাশি ফিলিস্তিনে শিশুদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা। ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার ও আবাসন বিষয়ক সমন্বয়কারী লিন হ্যাস্টিংস এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ফিলিস্তিনি শিশুদেরও নিরাপত্তা প্রাপ্য। জীবনের নিরপিত্তা তাদের অধিকার। এক বিবৃতিতে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিশ্বের সবচেয়ে অনিরাপদ এলাকায় বসবাস করা এসব শিশুর নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের তথ্যমতে, ফিলিস্তিনে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৭৯টি শিশু নিহত এবং এক হাজার ২৬৯ শিশু আহত হয়েছে। সম্প্রতি গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহত হয় ৬৭ ফিলিস্তিনি শিশু। এ ছাড়া পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও ১১ শিশুর। ফিলিস্তিনি শিশুদের প্রাণহানির জন্য ইসরাইলকে দায়ী করেছেন জাতিসংঘের এ কর্মকর্ত। বলেন, স্কুল থেকে বাড়ি আসার পথে প্রায়ই ইসরাইলি বাহিনী অথবা বর্ণবাদী ইহুদি বসতকারীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। কখনও কখনও ইসরাইলিদের বর্বরতায় প্রাণ হারাচ্ছে এসব শিশু।