শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পরিচয় বহনকারী সবকিছু পরিধানের ওপর নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পরিচয় বহনকারী সবকিছু পরিধানের ওপর নিষেধাজ্ঞা দিলেন কর্নাটক হাইকোর্ট। ভারতে চলমান হিজাব বিতর্কের মধ্যেই এ আদেশ দিলো আদালত।
শিক্ষাঙ্গনে হিজাব পরা যাবে কিনা, এই মর্মে দায়েরকৃত রিট পিটিশনের চতুর্থ শুনানিতে এই আদেশ দেয়া হয়। এদিন, স্কুল কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানানো মুসলিম ছাত্রীদের বক্তব্য শোনেন বিচারক। সেই ছাত্রীদের আইনজীবী রবি ভার্মা কুমার প্রশ্ন তোলেন, ঘোমটা দিয়ে, শাঁখা-সিঁদুর-পাগড়ি বা ক্রস পরে যখন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারেন; তখন কেবল হিজাব ইস্যুতে হয়রানি করা হচ্ছে কেনো। আইনজীবী অভিযোগ করে বলেন, ধর্মের কারণেই তার মক্কেলদের সাথে বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে। গেলো ডিসেম্বরে, রাজ্যটির উদুপি এলাকায় হিজাব পরার কারণে ক্লাস থেকে ৬ ছাত্রীকে বের করে দেয়া হয়। এ ঘটনায় গোটা ভারতে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা।