শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রজেক্টর নষ্ট

- আপডেট সময় : ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার ১ হাজার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রজেক্টর নষ্ট। আর অবকাঠামো ও শিক্ষক সংকটের কারণে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাঠদানে অচলাবস্থা দেখা দিয়েছে। তবে এ সমস্যা দ্রুত সমাধানের কথা জানালেন শিক্ষা অফিসার।
গাইবান্ধার ৭টি উপজেলায় ১ হাজার ৪৬৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ২০১৭ সালে ১ হাজার ১১২টি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালুর জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন সরঞ্জাম সরবারহ করা হয়। কিন্তু চালু হওয়ার ৬ মাসের মধ্যে বিভিন্ন কারনে বন্ধ হয়ে যায় এসব ক্লাস। প্রতিদিন সব শ্রেনীতে একটি করে মাল্টিমিডিয়া ক্লাস করার কথা থাকলেও এখন পুরোপুরি বন্ধ রয়েছে।
প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষক সংকটে পুরো ব্যবস্থাটি স্থবির হয়ে পড়েছে। মাল্টিমিডিয়ার ক্লাস না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। সমস্যা নিরসনে ল্যাপটপ, প্রজেষ্টর মেরামত করা সহ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষন দেয়া হবে বলে জানান এ শিক্ষা অফিসার । মাল্টিমিডিয়া ক্লাস আবারো চালুর দাবিতে সোচ্চার রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।