শিক্ষা প্রতিষ্ঠানে রেগ ডে’র নামে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেগ ডে’র নামে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। এর আগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেগ ডে’র নামে ডিজে পার্টি, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৭ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। রিট আবেদনে রেগ ডে’র নামে অশ্লীলতা বন্ধে নির্দেশনা চাওয়ার পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে রুল জারির আরজি জানানো হয়।