শিক্ষা প্রতিষ্ঠান কত দ্রুত খুলে দেয়া যায় যাচাই করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান কত দ্রুত খুলে দেয়া যায়- তা যাচাই করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে স্কুল-কলেজ খোলার আগে সব শিক্ষক-কর্মচারীকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভাশেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব জানান মন্ত্রিপরিষদ সচিব।
করোনা মহামারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে অনলাইনে পাঠদান চলছে। গ্রামে গঞ্চে সবার ইন্টারনেট সুবিধা না থাকা সহ নানা জটিলতায় শিক্ষার্থীরা অনেকটা হাপিয়ে উঠেছে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খুলে দেয়ার দাবীতে বিক্ষোভও করছে।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়গুলো আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা সে ব্যাপারে নির্দেশনা দেন। যা পরে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব।
তবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষক ও কর্মচারীর টিকা নেওয়া নিশ্চিত করতে হবে বলেও জানান সচিব।নতুন আবিষ্কৃত টিকার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে টিকা উৎপাদন আরো সহজ করতে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট-আইভিআই প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।