শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে
- আপডেট সময় : ০১:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দিয়ে পরীক্ষা ও মূল্যায়নে সংস্কার করা হবে। জাতীয় পরীক্ষা ও মূল্যায়ন কেন্দ্র নামের একটি সংস্থাও গঠন করা হচ্ছে।
চূড়ান্ত করা হয়েছে আইনের খসরা। শিগগিরই এটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। গতানুগতিক সনদ ও পরীক্ষা নির্ভরতা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে এই কার্যক্রম চূড়ান্তের সিদ্ধান্ত আসতে পারে। গ্রহণযোগ্য পদ্ধতি হওয়ায় করোনা মহামারি শেষ হওয়ার পরও চালু থাকবে অ্যাসাইনমেন্ট পদ্ধতি-বলছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে মাঠ পর্যায়ের কাজ এগিয়েছে অনেকটাই। করোনা সংক্রমণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী, এ ছুটি আছে ৩১ আগস্ট পর্যন্ত। দীর্ঘ ১৭ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর পড়াশোনা চরম ক্ষতির মুখে পড়েছে