শিক্ষা সমাপনী উৎসবের জন্য ৯ টি বিধি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় রেগ ডে নিষিদ্ধের পর এবার শিক্ষা সমাপনী উৎসবের জন্য ৯ টি বিধি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
গতরাতে সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত হয়।
রেগ ডে’র পরিবর্তে একদিনের এ অনুষ্ঠানের নাম হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’।
টিএসসি’তে সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে রেলি করা যাবে। ক্লাস চলাকালে উচ্চশব্দে বাদ্য-বাজনা পরিহার করতে হবে। বিভাগের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে। শিক্ষা সমাপনী উৎসবের দিন রাত ১০টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এখন থেকে আর রেগ ডে নয়, নিয়ম মেনে শিক্ষা সমাপনী উৎসব হবে।