শিবচরে অবৈধভাবে পুকুর ভরাটের ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন
- আপডেট সময় : ০৫:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে অবৈধভাবে পুকুর ভরাটের ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কমিটির প্রধান রাজবাড়ীর সিভিল সার্জনের নেতৃত্ব তিন সদস্যের দল পুরো হাসপাতালটি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট সবার লিখিত বক্তব।
ভূমি ব্যবহার নীতিমালা অনুযায়ী কোনো জলাশয় ভরাট করে উন্নয়নমূলক কর্মকান্ড করা যাবে না। এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুর ভরাট করে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ। এ নিয়ে নিশ্চুপ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
পুকুর ভরাটে জড়িতদের বিচার দাবি করেছে সচেতন নাগরিক সমাজ। এদিকে, পুকুর ভরাটের পক্ষে সাফাই গাইছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন, জেলা প্রশাসক। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই পুকুরে প্রতি বছর মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানায়, উপজেলা প্রশাসন।