শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকদের ঢল নেমেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকদের ঢল নেমেছে।
সকালেও কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরী ও ট্রলারে দক্ষিণাঞ্চলের হাজার হাজার শ্রমিককে পদ্মা পাড়ি দিতে গেছে। মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, দক্ষিণাঞ্চলের হাজারো শ্রমিক কাঁঠালবাড়ি ঘাট হয়ে ফেরী ও ট্রলারে শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে। রো-রো ফেরী- বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ডাম্প ফেরী রামশিংসহ কয়েকটি ফেরীতে করে যাত্রীরা আসতে থাকেন শিমুলিয়া ঘাটে। এদের বেশীরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসের কর্মী। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সীমিত আকারে এ নৌরুটে ফেরী চলছে। জরুরী সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীরাও ফেরীতে পারাপার হচ্ছে।