শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকাগামী যাত্রীদের পারাপার থামছেই না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকাগামী যাত্রীদের পারাপার থামছেই না।
সকাল থেকে দক্ষিণাঞ্চলের এ নৌরুটে শিমুলিয়াঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। রোববার থেকে ঈদের কেনাকাটায় শপিং মল খোলার খবরে, দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকাগামী দোকান-কর্মচারীরা হুমড়ি খেয়ে পড়েন শিমুলিয়া ঘাটে। পদ্মা পাড়ি দেয়ার পর শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, মিশুক আর রিকশায় করে সড়কে ভেঙ্গে ভেঙ্গে ঢাকা, নারায়ষগঞ্জ ও গাজীপুরের কর্মস্থলে ছুটছেন তারা। ওইসব যানবাহনে যাত্রীদের গুণতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ জানান, সকালের দিকে রো-রো ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ক্যামেলিয়া, কিশোরী ও রায়পুরায় কাঁঠালবাড়িঘাট থেকে যাত্রীবোঝাই করে ছেড়ে আসে শিমুলিয়া ঘাটে।