শিমুলিয়া-কাঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ঈদের পরদিনও ঘরমুখো মানুষের ভিড়
- আপডেট সময় : ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ঈদের পরদিনও ঘরমুখো মানুষের ভিড়। পারাপারের অপেক্ষায় কয়েক শতাধিক হালকা যানবাহন।
ঈদের পরদিনই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে। ভোর থেকে শিমুলিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষকে পার করা হয়েছে। সেই সঙ্গে পার হচ্ছে ছোট গাড়ি, মোটর সাইকেল ও পণ্যবাহী ট্রাক। ১০টি ফেরি চলছে এই নৌরুটে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট ও পণ্যবাহীসহ ৫শতাধিক যানবাহন। স্বাস্থ্য ঝুঁকি নিয়েই যাত্রীরা পদ্মা পারি দিচ্ছে।
ঈদের পরের দিন পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহন ও মানুষের চাপ বেড়েছে। ঘাট দিয়েই মানুষ ও ব্যক্তিগত যানবাহনের পারাপার বাড়ছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঈদে যারা বাড়িতে যেতে পারেননি, তারাই ঈদের পরদিন ব্যক্তিগত যানবাহন নিয়ে পাটুরিয়া পার হচ্ছেন। এ নৌরুটে ছোট বড় মিলে ৯টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।