শিল্পকলা একাডেমির মহাপরিচালককে ১৬ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য দুদক’র তলব
- আপডেট সময় : ০৮:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৬৯২ বার পড়া হয়েছে
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে ১৬ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের সই করা চিঠিতে তাকে তলব করা হয়েছে।
নোটিশে লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ১৬ জানুয়ারি সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান আন্নাত কেয়া সমন্বয়ে দুই সদস্যের টিম করে দেয় কমিশন। প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকী অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা তুলে নেন বলে উল্লেখ করা হয়েছে।