শিল্প ও সঙ্গীতের এক মিলনমেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৬৯২ বার পড়া হয়েছে
গত ১৮ ও ১৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে ‘লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল ২০২৪’। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই উৎসবটি ঢাকার সাংস্কৃতিক দৃশ্যকে আরো আলোকিত করে তুলেছে। বিভিন্ন গুণী শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের পাশাপাশি, কিংবদন্তি শিল্পী আতিফ আসলামের অনবদ্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ দিনটি ছিল এক মন্ত্রমুগ্ধকর সমাপ্তি।
একইসাথে, উৎসবে একটি শৈল্পিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পকর্মসহ বিভিন্ন শৈল্পিক কার্যকালাপ প্রদর্শন করে। এর মধ্যে, শিল্পী রাশিদ খান প্রায় ৭০টি চিত্রকর্ম নিয়ে তাঁর কাজের একক প্রদর্শনী করেছিলেন। ‘প্রিলিউড’ শিরোনামে, রাশিদ খানের প্রদর্শনীটি তার ৩০ বছরের শৈল্পিক যাত্রার একটি ক্ষণিক চিত্র তুলে ধরেছে।
প্রদর্শনীর একটি অংশে বাংলাদেশের রঙিন ও বিচিত্র ঘুড়ি সমাহার যা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক -এই চিত্রটিকেই রঙের আচড়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাশিদ খান। অন্য একটি অংশ লোকশিল্পে তার অনেক বছরের দক্ষতাকে ঘিরে, তুলির প্রতিটি স্ট্রোকে বাঙালি গ্রামীণ জীবনের সারমর্মকে ধারণ করেছেন শিল্পী। তার শৈল্পিক অন্বেষণের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল চারকোল মাধ্যম নিয়ে তার চর্চা, তার মাঝে উল্লেখযোগ্য কাজগুলো প্রদর্শনীতে চিত্রায়িত করা হয়েছে।