শিল্প কারখানার ক্যাপটিভ পাওয়ারে আগের দামে গ্যাস দেয়া দুরূহ : সালমান এফ রহমান
- আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে দাম বেশি হওয়ায় শিল্প কারখানার ক্যাপটিভ পাওয়ারে আর আগের দামে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। সরকার ও ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে নতুন করে দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
দুপুরে এফবিসিসিআই আয়োজিত বন্ড মার্কেটে দীর্ঘমেয়াদী অর্থায়নের চূড়ান্ত সমাধান শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে দেশে সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। এসময় এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দীন বলেন, দীর্ঘ মেয়াদী বিনিয়োগের জন্য বন্ড মার্কেটকে শক্তিশালী করা জরুরি। এছাড়া সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, বন্ডের জনপ্রিয়তা প্রতিনিয়তই বাড়ছে। মঙ্গলবার থেকে পৌনে তিন লাখ কোটি টাকার সরকারী সিকিউরিটিজ বন্ডের ট্রেডিং শুরুর কথাও জানান তিনি।