চাঁদা দেয়া না হলে শিশুদের অপহরণের হুমকি ‘শ্যাডোর’
- আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৮৭৩ বার পড়া হয়েছে
চাঁদার দাবিতে বাড়িতে বাড়িতে পোস্টার লাগানো হয়েছে। নির্ধারিত সময়ে চাঁদা দেয়া না হলে শিশুদের অপহরণের হুমকি দেয়া হয়েছে। এমন পোস্টার ঝুলছে বগুড়ার এরুলিয়া ইউনিয়নের বিষ্ণুপুরের চার গ্রামের পাঁচ শতাধিক বাড়িতে। এতে আতঙ্কিত গ্রামবাসী। ঘরবন্দী হয়ে পড়েছে শিশুরা।
কাহালু উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাজাগারি, মোল্লাপাড়া, মিস্ত্রি পাড়া , দপ্তরিপাড়ার বাড়ির দেয়াল কিংবা দরজায় ঝুলছে পোস্টার। কোন বাড়িতে ২০০ আবার কোথাও সাত হাজার পর্যন্ত চাঁদা চাওয়া হয়েছে। ৬ অক্টোবরের মধ্যে চাঁদা দেয়া না হলে ৭ তারিখের পর বাড়ির শিশুদের অপরণ করা হবে।
স্থানীয় লোহা পুকুরের সোলার লাইট বক্সের নিচে নাম লিখে টাকা রেখে যেতে বলা হয়েছে। আর এই চিঠির নিচে লেখা হয়েছে শ্যাডো। এমন চিঠিই এখন আতঙ্কের কারণ গ্রামবাসীর।
খেলাধুলায় যেতে পারছে না শিশুরা।স্থানীয় স্কুল, মাদ্রাসায় যায়নি বেশিরভাগ শিশুরা।
অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে জানালেন বগুড়ার পুলিশ সুপার। অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদার করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন গ্রামবাসী।