শিশু বায়তুল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে শিশু বায়তুল হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই রায়ের আদেশ দেন। ২০১০ সালের ১৯ জানুয়ারি রাতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে আসামি রহিম ও ফারুক তার মামাতো ভাই নজরুল ইসলামের পরিবারের ওপর ককটেল হামালা চালায়।ককটেল হামলা থেকে বাঁচতে পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ার সময় নজরুলের ভাতিজা ও ভাই নুরুল ইসলামের ছেলে বায়তুল ককটেলের হামলায় নিহত হয়। এ ঘটনায় ২০১০ সালের ২০ জানুয়ারি সদর থানায় মামলা করেন চাচা নজরুল ইসলাম।