শিশু সামিউল হত্যা মামলায় মা’সহ দু’জনের মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আদাবরে শিশু সামিউল হত্যা মামলায় মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
এই মামলায় সামিউলের মা এশা জামিনে ছিলেন। অপরদিকে প্রেমিক বাক্কু হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ২৩ জুন পরকীয়া প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে আয়েশা হুমায়রা এশার অনৈতিক ঘটনা দেখে ফেলায় সামিউলকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে লুকিয়ে রাখা হয়। পরদিন ২৪ জুন লাশটি বস্তায় ঢুকিয়ে রাস্তায় ফেলে দেয়া হয়। একইদিন আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে সামিউলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সামিউলের বাবা কে এ আজম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন।