এশিয়া কাপের ফাইনালে কাল মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
এশিয়া কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা। দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও, টানা তিন ম্যাচ জিতে দারুন আত্নবিশ্বাসী পাকিস্তান দল। তবে লংকানদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ বেঞ্চের শক্তি পরিক্ষা করতে গিয়ে ধরাশয়ী হয়েছে বাবর আজমের দল। তবে দারুন ফর্মে রয়েছে দলের উইকেট কিপার ব্যাটার মোহাম্মাদ রিজওয়ান। তবে অধিনায়ক বাবর আজমের ফর্মে না থাকায় কিছুটা দুশ্চিন্তায় পাকিস্তান শিবির। অন্যদিকে সুপার ফোরে আফগানিস্তান ও ভারতকে হারিয়ে নিজেদের সামর্থের বার্তা দিয়েছে শ্রীলংকা। নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখে কুশান শানাকার দল। ফাইনালের আগে জয়ের জন্যই মাঠে নামবে লংকানরা।