শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত উত্তরের চাষিরা
- আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন উত্তরের সবজি চাষিরা। ক্ষেত পরিচর্যা, রোগ-বালাই দমন ও অধিক ফলনের আশায় দিন রাত হাড়ভাঙা পরিশ্রম করছেন তারা। ইতোমধ্যে বাজারেও উঠেছে শীতকালিন সবজি। আবহাওয়া অনুকূলে থাকলে বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমনই আশা কৃষক ও কৃষি বিভাগের।
মূলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, টমেটো, লাল শাকসহ শীকালীন বিভিন্ন সবজির চাষ হয়েছে উত্তরের এলাকাজুড়ে। বেশি লাভের আশায় প্রতিবছরই আগাম সবজি চাষ করেন কৃষকরা।
এ বছর উত্তর বঙ্গের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধায় সবজি চাষ হয়েছে ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে। এতে উৎপাদন হবে ৪ লাখ ৫১ হাজার মেট্রিক টন শাকসবজি। চাষিরা জানান, বাজারে সবজির ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে অতিবৃষ্টিতে সবজি খেতে নানা রোগবালাই দেখা দেয়ায় চাষাবাদে বেড়েছে খরচ। তারপরও লাভের স্বপ্ন দেখছেন চাষীরা।
ইতোমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে আগাম সবজি। শীতকালীন আগাম সবজি চাষে কৃষকরা লাভবান হলে আগামীতে চাষাবাদ বাড়বে এমনটাই প্রত্যাশা কৃষকদের।