শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে মানুষ
- আপডেট সময় : ১০:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
দেশের ১৯ জেলায় বইছে মুদু শৈত্যপ্রবাহ। চারপাশে কুয়াশার প্রকোপে সূর্যের দেখা মিলছে না। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র না থাকায় ঠান্ডায় ভুগছেন অনেকেই।
মৃদু শৈত্যপ্রবাহে ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল ও রাজশাহী বিভাগের জেলাগুলোর বাসিন্দাদের অবস্থা দুর্বিষহ।
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে কাবু জেলার কয়েক লাখ মানুষ।
শীতের তীব্রতায় জবুথবু পঞ্চগড়ের জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাজে যেতে না পারায় অর্থ আর খাদ্য সংকটে পড়েছেন তারা।
কনকনে ঠাণ্ডার পর রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রতিদিনই কমছে তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।তবে ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে বিঘ্নিত হচ্ছে যান চলাচল।
কয়েকদিনের শৈত্য প্রবাহে বিপর্যস্ত দিনাজপুরের জীবনযাত্রা। কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ।
ঠান্ডা বাতাসে ব্যাহত মাদারীপুরের জনজীবন। কাজ করতে না পেরে বিপাকে খেটে খাওয়া মানুষ। ব্যাপক ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের রোগমুক্ত থাকতে স্বজনদের সতর্ক থাকতে বলছেন স্থানীয় চিকিৎসকরা।
মেহেরপুরেও জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েকগুণ। ঠাণ্ডায় ক্ষেতে কাজ করতে পারছেন না চাষীরা। এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলিসিয়াস।
নড়াইলে কনকনে শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সদর হাসপাতাল, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ জন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
দিনের তাপমাত্রা কমে শীতে কাহিল ঝিনাইদহের জনজীবন। হিমেল হাওয়ায় শীত অনুভুত হচ্ছে বেশি। বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষাই করে মাঠে-ঘাটে কাজ করছেন তারা।
তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তরের জনপদ কুড়িগ্রামের মানুষ। ফলে চরম দুর্ভোগে হতদরিদ্ররা।গরম কাপড়ের অভাবে কষ্টে পোহাতে হচ্ছে তাদের।
ঘন কুয়াশায় বিপর্যস্ত গোপালগঞ্জের জীবনযাত্রা। বৃষ্টির ফোটার মত পড়ছে কুয়াশা।
কুষ্টিয়ায় বাড়ছে শৈত্য প্রবাহ। কমছে তাপমাত্রা। বৈরী আবহাওয়ায় বিক্রি বেড়েছে গরম কাপড়ের। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।