শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে আরও তিনজনের মরদেহ উদ্ধার : মৃতের সংখ্যা বেড়ে ১১
- আপডেট সময় : ০২:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো ভেসে উঠলে স্থানীয়রা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে টহল বোট মৃতদেহ উদ্ধার করে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে ছুটে যান নিহতের স্বজনরা। উদ্ধার কাজে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এখনো নিখোঁজ রয়েছেন দুজন। এদিকে নদীর কয়লাঘাটে তিনদিন যাবত নিখোঁজদের সন্ধানে স্বজনদের আহাজারি চলছেই। রোববার দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ৩৫ যাত্রী নিয়ে এম ভি আফসার উদ্দিন নামের লঞ্চটি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। কয়লাঘাট এলাকায় পৌঁছলে পেছন থেকে রূপসী ৯ নামে পণ্যবাহি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে ডুবে যায় লঞ্চ। নিখোঁজ হন অন্তত ১৫ জন। এসময় নদীতে লাফিয়ে পড়ে অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়। ঘটনার পর জাহাজের মাস্টারসহ ৮ জন তিন দিনের রিমান্ডে আছেন।