শীতের প্রকোপে বাড়ছে সর্দি, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত ডায়রিয়া
- আপডেট সময় : ০২:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মধ্য পৌষে এসে বাড়ছেই শীতের প্রকোপ। তীব্রতা বেড়ে যাওয়ায় বয়স্কদের সঙ্গে শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। বিশেষ করে সর্দি জ্বর, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত ডায়রিয়া প্রকট আকার ধারণ করেছে।
গোপালগঞ্জ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশায় ভোরে মহাসড়ক ও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
নড়াইলে শীত ও হিমেল বাতাসে মানুষের যবুথবু অবস্থা। শীতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন শীতজণিত রোগ।
হঠাৎ শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরার হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগ সংখ্যা দিনিদিন বৃদ্ধি পেয়েছে।
ময়মনসিংহে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে নেমে আসে তীব্র শীত।
মানিকগঞ্জে গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা কম পড়লেও শীতের দাপট বেড়েছে। কনকনে শীতের সাথে হিমলে বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।