শীতে করোনা মহামারি বেড়ে যাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শীতে করোনা মহামারি বেড়ে যাবে এমন আশংকায় কুষ্টিয়ায় মাস্ক ব্যবহার নিশ্চিতে মাঠে নেমেছেন জেলা প্রশাসন।
সকালে কুষ্টিয়া শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চলে। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করার কারণে প্রায় ৩০ জনের জরিমানা করে ভ্রাম্যমান আদালত। প্রশাসক আসলাম হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী মাজিস্ট্রেট এ অভিযানে ছিলেন। তারা শহরের প্রধান প্রধান সড়ক, ট্রাক টার্মিনাল, মজমপুর গেট, কালেক্টরেট চত্বর ও ব্যস্ততম জায়গাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।