শীত বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শীত বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশুরা ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হচ্ছে। জেলায় শীতজনিত রোগে আক্রান্তের ভর্তির হার বেড়েছে দ্বিগুন।
সীমান্ত জেলা সাতক্ষীরায় প্রতিদিনই শিশুরা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। গত এক সপ্তাহে সদর ও শিশু হাসপাতাল মিলে শতাধিক শিশু ভর্তি হয়েছে। সদর হাসপাতালে প্রতিদিন ২০ থেকে ২৫ জন করে শিশুর চিকিৎসা দেয়া হচ্ছে।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুদের ভাইরাসজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ কিছুটা বেড়েছে বলে জানান সিভিল সার্জন।
শিশুদের ঠান্ডাজনিত রোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।